ওয়েব ডেস্ক : ফের সন্ত্রাস আতঙ্কে বিদ্ধ লন্ডন।  দক্ষিণ লন্ডনের টেমস পাড়ে পরপর জঙ্গি হামলা। লন্ডন ব্রিজের কাছে পথচারীদের পিষে দিল ভ্যান । ঘটনায় অন্তত দু জনের মৃত্যু হয়েছে,  আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ব্রিজে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে পথচারীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ। লন্ডনের বরো বাজারেও একটি রেস্টুরেন্টের  মধ্যে ঢুকে  ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনাতেও বেশ কয়েকজন জখম হন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সন্দেহভাজনের খোঁজে চিরুনি তল্লাসি  শুরু করেছে পুলিস। আপাতত বন্ধ রাখা হয়েছে লন্ডন ব্রিজ। স্থানীয় সময় শনিবার রাতে ব্যস্ত লন্ডন ব্রিজে একটি গাড়ি বেশকয়েকজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়। জানা গেছে এদিন একটি গাড়ি রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পথচারীদের  পিষে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনায় বেশ কয়েকজন জখমও হন।  পরে পুলিস গাড়িটিকে ঘিরে ধরে। সূত্রের খবর দুই জঙ্গিকে ইতিমধ্যেই নিকেশ করেছে পুলিস। বাকি খোঁজে চলছে চিরুনি তল্লাসি।


আরও পড়ুন, ম্যানিলার ক্যাফেতে হামলা, মৃত ৩৪, দায় স্বীকার ISIS-এর