ইন্দোনেশিয়ার মধ্য জাকার্তায় জঙ্গিহানা, এখনও গুলির লড়াই চলছে
এবার সন্ত্রাসের কবলে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মধ্য জাকার্তায় জঙ্গিহানা। সেখানকার রাষ্ট্রসংঘের দফতরের অদূরেই রয়েছে একটি শপিং মল। সেখানেই হয়েছে জঙ্গিহানা। ইতিমধ্যে স্থানীয় এক পুলিশকর্মী সহ তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। হয়েছে বিস্ফোরণও। তবে, এখনও জঙ্গি আক্রমণ থামেনি।
ওয়েব ডেস্ক: এবার সন্ত্রাসের কবলে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মধ্য জাকার্তায় জঙ্গিহানা। সেখানকার রাষ্ট্রসংঘের দফতরের অদূরেই রয়েছে একটি শপিং মল। সেখানেই হয়েছে জঙ্গিহানা। ইতিমধ্যে স্থানীয় এক পুলিশকর্মী সহ তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। হয়েছে বিস্ফোরণও। তবে, এখনও জঙ্গি আক্রমণ থামেনি। কারণ, মাঝে মাঝেই শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। সংবাদ সংস্থা রয়টার্সের খবর এটা। অনুমান সেখানে রয়েছে আত্মঘাতী জঙ্গিরা। তবে, নতুন করে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি এখনও। জঙ্গিদমনে ইতিমধ্যে তত্পরতা শুরু হয়ে গিয়েছে জাকার্তায়। কিন্তু কতক্ষণে এলাকা জঙ্গিমুক্ত করা যাবে বলা যাচ্ছে না এখনও।