ওয়েব ডেস্ক:  টেক্সাস টেক ইউনিভার্সিটির ক্যাম্পাসে বন্দুকবাজ হামলা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, পুলিস বিভাগে হামলা চালিয়েছে একদল বন্দুকবাজ। তবে ঠিক কত হামলাকারী ছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলিতে এক পুলিস আধিকারিকের মৃত্যু হয়েছে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুয়াদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিস সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও বাহিরের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আততায়ীরা ক্যাম্পাসের মধ্যেই রয়েছে বলে মনে করছে পুলিস। তাদের খোঁজে চলছে নাকা তল্লাশি।


পুলিসের কাছে এক বন্দুকবাজের চেহারার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের মতে, ৬ ফুট লম্বার এক ব্যক্তি আচমকাই পুলিস বিভাগে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। তার লাল চুল ও নীল চোখ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এখনও কোনও আততায়ীই পুলিসের জালে ধরা পড়েনি।