ওয়েব ডেস্ক: 'বিহেভিয়ারাল অর্থনীতিতে অবদানের জন্য' ২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পেতে চলেছেন রিচার্ড এইচ থালের। অর্থনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষ কীভাবে সংযমী হয়ে উঠতে পারেন তারই দিশা দেখিয়েছেন 'নাজ' তত্ত্বের আবিষ্কারক এই মেধাবী মার্কিন অর্থনীতিবিদ।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মূলত 'মার্কেটিং লিটারেচার' সংক্রান্ত বিষয়ে গবেষণা করেছেন থালে। তাঁর গবেষণায় উঠে এসেছে বিপণনের বিভিন্ন পন্থাকে চিনে নেওয়ার উপায় এবং এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে অপরিণত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব।


প্রসঙ্গত, মানুষ সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে বস্তুনিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার পরিবর্তে আবেগ ও বিবিধ বাহ্যিক 'ফ্যাক্টর' দ্বারা প্রভাবিত হয় এবং সেই অনুযায়ী পদক্ষেপ করে থাকে। আপাতভাবে সাধারণ মানুষের এহেন আচরণ ভিত্তিক অর্থনৈতিক ক্রিয়াকলাপই 'বিহেভিয়ারাল অর্থনীতি'র মূল আলোচ্য বিষয়।


আরও পড়ুন- লেখনিতে অলীক মায়ার সঙ্গে আলাপ করিয়ে নোবেল পেলেন জাপ-ব্রিটিশ সাহিত্যিক