লেখনিতে অলীক মায়ার সঙ্গে আলাপ করিয়ে নোবেল পেলেন জাপ-ব্রিটিশ সাহিত্যিক

Updated By: Oct 5, 2017, 06:11 PM IST
লেখনিতে অলীক মায়ার সঙ্গে আলাপ করিয়ে  নোবেল পেলেন জাপ-ব্রিটিশ সাহিত্যিক

ওয়েব ডেস্ক: অবেগনির্ভর মানবমননের রেখাচিত্র এঁকে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন জাপ বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো। বৃহস্পতিবার স্টকহোমে নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে। 'দ্যা রিমেইন্স অফ দ্যা ডে' উপন্যাসের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন ৬২ বছরের এই লেখক।

নাগাসাকিতে জন্ম কাজুওর। মাত্র ৫ বছর বয়সে সপরিবারে ব্রিটেনে চলে আসেন তিনি। ১৯৮২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস 'অ্যান আর্টিস্ট অফ দ্যা ফ্লোটিং ওয়ার্ল্ড'। নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, 'লেখনিতে আবেগপ্রবণতা ও মানব মননের চেতন মায়াজালের অভ্যন্তরে পৃথিবীর সঙ্গে গভীর যোগ রয়েছে তার উদ্বোধন ঘটিয়েছেন তিনি।'

১৯৮৯ সালে প্রকাশিত হয়েছিল কাজুওর উপন্যাস দ্যা রিমেইন্স অফ দ্যা ডে। উপন্যাসটি নিয়ে চলচ্চিত্রও তৈরি হয়েছে।

.