`দুষ্টু শক্তি` আটকাতে এই দেশের বাড়িতে যা করা হয়
হিমালয় ঘেরা ছোট্ট এই দেশটা ভীষণ ভীষণ শান্তিপ্রিয়। সূর্যোদয়ের সঙ্গে ঘুম ভাঙে। আবার সূর্য অস্ত যেতেই যেন ঘুমিয়ে পড়ে। ছবির মত সুন্দর এই দেশে রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই কানে আসে.. ঢং ঢং ঢং... বুদ্ধং শরণং গচ্ছামি। চোখে পড়ে বৌদ্ধ ভিক্ষুদের।
ওয়েব ডেস্ক : হিমালয় ঘেরা ছোট্ট এই দেশটা ভীষণ ভীষণ শান্তিপ্রিয়। সূর্যোদয়ের সঙ্গে ঘুম ভাঙে। আবার সূর্য অস্ত যেতেই যেন ঘুমিয়ে পড়ে। ছবির মত সুন্দর এই দেশে রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই কানে আসে.. ঢং ঢং ঢং... বুদ্ধং শরণং গচ্ছামি। চোখে পড়ে বৌদ্ধ ভিক্ষুদের।
কথা হচ্ছিল ভুটান দেশ নিয়ে। শান্তিপ্রিয়, নিরীহ এই দেশে এমন এক সংস্কার আছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বাড়িতে যাতে 'দুষ্ট শক্তি' ঢুকতে না পারে, তাই এখানে সব বাড়ির দরজা ছোট। মাথা নিচু করে ঢুকতে হয়। শুধু কি তাই? আরও এমন একটা কুসংস্কার আছে ভূটানে, যা দেখলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। তাই আর দেরি না করে এবার বরং ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়ুন। ঘুরে আসুন একবার হিমালয়ে কোলের এই দেশটিতে।