জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারি জানিয়েছে তাঁর লক্ষ্য ছিলেন না শিনজো। পুলিসকে তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে একটি ধর্মীয় গোষ্ঠীর নেতাকে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি মনে করেন তার মা অনুদান দেন এই ধর্মীয় দলকে। অনুদান দিয়েই দেউলিয়া হয়েছেন তাঁর মা এমনতাই দাবি তাঁর।


৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি স্বীকার করেছেন তিনি আবেকে হত্যা করতে চেয়েছিলেন কারণ তাঁর মতে জাপানে ওই গ্রুপটির হয়ে প্রচারে আনেন আবে। রবিবার হাউস অফ কাউন্সিলর নির্বাচনের আগে শিনজোর বক্তৃতার জায়গা বার বার পরিদর্শন করেন তিনি। ইয়ামাগামিকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।


ইয়ামাগামি অপরাধের কথা অস্বীকার করেছেন বলেও জানা গিয়েছে। আবের রাজনৈতিক বিশ্বাসের বিরোধী ছিলেন তিনি এমনটাই জানিয়েছে পুলিস। শুক্রবার তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিস্ফোরক এবং বাড়িতে তৈরি বন্দুক খুঁজে পাওয়া গিয়েছে বলেও জানানো হয়েছে।


ইয়ামাগামি বর্তমানে বেকার বলে জানা গিয়েছে। ২০২০ সাল থেকে কানসাই অঞ্চলের একটি ম্যানুফাকচারারের কাছে কাজ করছিলেন তিনি। জানা গিয়েছে তিনি এই বছরের মে মাসে ওই চাকরি ছেড়ে দেন। এর আগে ২০০৫ সালের আগস্ট মাস থেকে থেকে প্রায় তিন বছর মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্য ছিলেন ওই আততায়ী।


আরও পড়ুন: প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষভকারীরা, নিরুদ্দেশ গোটাবায়া


ঘটনার পরে আবের বাড়ি যান বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ঘটনায় শোক প্রকাশ করন তিনি।


পুলিস জানিয়েছে ময়নাতদন্তে জানা গিয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে আবের। পুলিস আরও জানিয়েছে, ময়নাতদন্তেজানা গিয়েছে তার বাম হাতের উপরে এবং ঘাড়ে দুটি গুলির চিহ্ন রয়েছে। ঘাড়ে আরও একটি ক্ষত ছিল জার কারণ অজানা বলেও জানানো হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)