ওয়েব ডেস্ক: সিনেমায় এসব হয়। সেই যে 'হাতি মেরে সাথি' সিনেমায় রাজেশ খান্নার সঙ্গে হাতির সম্পর্ক দেখে কার না চোখে জল আসে। তবে বাস্তবের কঠিন জমিতে অনেক সময় জীবন সংগ্রামের পথে হাতিকেই প্রতিপক্ষ বানিয়ে ফেলে মানুষ, হয়তো বাধ্য হয়েই। বেশ কিছু জায়গায় হাতি মানে তো মানুষের কাছে যেন শত্রুপক্ষ। টিভিতে এমন খবর দেখানো হয়, লাঠি বল্লম হাতে হাতিকে তাড়া করছে মানুষ। হ্যাঁ, সেসবগুলোর বেশিরভাগই ওই জীবন সংগ্রামের জন্য, বেঁচে থাকাতে। কারণ হাতির পাল এসে হয়তো সব ফসল নষ্ট করে গিয়েছে, বাড়িঘর সব ভেঙে দিয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে হাতি ঠিক মানুষের কতটা বন্ধু জানেন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কে এগিয়ে ট্রাম্প- না হিলারি


এখন একটা ভিডিও দেখুন যেখানে মানুষের বড় বিপদে এগিয়ে আসছে হাতি। বানের জলে ভেসে যাওয়া একটা মানুষকে বাঁচাতে জলে নেমে পড়ল হাতি। ভিডিওটা দেখুন...