নিজস্ব প্রতিবেদন: আগামী ২৪ ঘণ্টার মধ্যে পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে চিনা মহাকাশ স্টেশন তিয়ানগং। নির্দিষ্ট কোন জায়গায় এই মহাকাশ স্টেশনের ধ্বংসাবশেষ পড়বে, সে নিয়ে ধন্দে রয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) জানিয়েছে, সোমবারের মধ্যে আছড়ে পড়তে পারে এটি। তবে, সভ্যতার বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বলে জানাচ্ছে ইএসএ। তবে, ওই মহাকাশ স্টেশনটি বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে অনেকটাই জ্বলে ছাই হয়ে যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পৃথিবীর দিকে ধেয়ে আসছে চিনা মহাকাশ স্টেশন, আছড়ে পড়বে ১ এপ্রিল


চিনা ম্যানড স্পেসের তরফে জানানো হয়েছে, ৪৩ ডিগ্রি উত্তর থেকে ৪৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর জায়গায় আছড়ে পড়তে পারে এই স্পেস স্টেশনটি। অর্থাত্ নিউ জিল্যান্ড থেকে আমেরিকার মধ্য-পশ্চিমের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, ঘন্টায় ২৬ হাজার কিলোমিটার বেগে ছুটে আসবে তিয়ানগং ১।


আরও পড়ুন- বিক্ষোভ জোরালো হতেই মৃত্যুর সংখ্যা বাড়ছে গাজায়


মহাকাশ স্টেশনে ডকিং সিস্টেমের পরীক্ষা-নিরিক্ষার জন্য ২০১১ সালে তিয়ানগং-১ উত্ক্ষেপণ করেছিল চিন। পরবর্তীকালে ৮ হাজার কিলোগ্রামের স্টেশনটি বিকল হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করে চিন।


আরও পড়ুন- প্রতিবেশীকে টেক্কা দিতে সাবমেরিন লঞ্চড ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা পাকিস্তানের!