জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমের সম্পর্ককে আরও একধাপ এগোনোর জন্য বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন এক যুগল। বিয়ে নিয়ে প্রত্যেকেরই এক আলাদা অনুভূতি এবং স্বপ্ন থাকে। সেইরকমই স্বপ্ন বেঁধেছিলেন তাইওয়ানে ইউ নামে এক তরুণী। কিন্তু সংসার বাঁধার আগেই সব শেষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছরে ১৫ জুলাই গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রেমিক। ওই দুর্ঘটনায় জড়িত ছিলেন প্রেমিকা ইউও। সৌভাগ্যবশত তিনি বেঁচে যান। কিন্তু প্রেমিকের মৃত্যুতে শোকে মুহ্যা পড়েন তিনি। তাই তিনি মৃত বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোস্ট ম্যারেজ অনুষ্ঠান আয়োজিত করেছে। অর্থাত্‍ মৃত প্রেমিককেই বিয়ে করবেন ওই তরুণী। শোকের মধ্যেই ভালোবাসার মানুষটিকে শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নেন তিনি।


জানা গিয়েছে, এই ঘোস্ট ম্যারেজ ৩ হাজার পুরোনো চিনের একটি প্রচলিত প্রথা। মনে করা হয়, কোনও মানুষ কোনও কাজ অসম্পূর্ণ রেখে মারা গেলে, তাঁর আত্মার শান্তি পায় না। বিশেষ করে, বিয়ের ক্ষেত্রে। সেই প্রথাকে সম্মান জানাতে এবং প্রয়াত প্রেমিকের বয়স্ক মা-কে দেখাশোনা করার জন্য ইউ-ও সেই সিদ্ধান্ত নেন। প্রয়াত প্রেমিকের ছবি, জামাকাপড় সামনে রেখেই এই ধরনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হবে।


এই প্রথার দুটি দিক রয়েছে। একটি, যখন কোনও যুগল বিয়ের আগে বা মুহূর্তে একসঙ্গে মারা যায়। তখন তাদের পরিবার বিয়ের অনুষ্ঠান আয়োজন করে এবং তাদেরকে একসঙ্গে কবর দেয়। আরেকটি, যখন কোনও যুগলের মধ্যে একজনের মৃত্যু হয়। অন্যএকজন একজন জীবিত থাকে, সেক্ষেত্রে তাদের পরিবার মৃত ব্যক্তির সঙ্গে অপরজনের বিয়ের আয়োজন করে থাকে।


প্রসঙ্গত, জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে, তাইওয়ানের হাইওয়েতে। গাড়িতে সেই সময় ছিলেন মোট পাঁচ জন। প্রেমিকের সঙ্গে ছিলেন তাঁর বোনও। সেখানে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয় ইউ। তবে তাঁর প্রেমিককে উদ্ধার করতে পারেনি। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় প্রেমিক এবং তাঁর বোনের। একধাক্কায় দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন মৃত প্রেমিকের মা। তাই ইউ ঠিক করেন, প্রয়াত প্রেমিককেই তিনি বিয়ে করবেন। এবং তাঁর বৃদ্ধ মাকে দেখাশোনা করবেন।


আরও পড়ুন: Amazon package: গোখরোর পর এবার আস্ত গিরগিটি! অ্যামাজন প্যাকেজে নতুন আতঙ্ক...


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)