১,১০০ বিড়ালকে নিয়ে সংসার মহিলার
১৯৯২ সালে লিনিয়া লাতানজিয়োর বাবা বলেছিল একটা বিড়াল ঘরে নিয়ে আসতে। খুশিতে ডগমগ হয়ে লিনিয়া নিয়ে এসছিল ১৫টা বিড়ালের বাচ্চা। সেই শুরু। এখন লিয়েনার বয়স ৬৭। ওর সঙ্গে থাকে এক হাজার একশোটি বিড়াল। তাদের মধ্যে ৮০০টা বড় বিড়াল, আর ৩০০টি ছোট। এই বিড়ালগুলো রাস্তায় রাস্তায় ঘুরত। কেউ অসুস্থ, কেউ খিদের জ্বালায় ভুগত। একেবারে অনাথ আশ্রমের কায়দায় বাড়িতে বিড়াল পুষতে থাকেন লিনিয়া। সবাই এখন ওকে ডাকে ক্যাট লেডি বলে।
ওয়েব ডেস্ক: ১৯৯২ সালে লিনিয়া লাতানজিয়োর বাবা বলেছিল একটা বিড়াল ঘরে নিয়ে আসতে। খুশিতে ডগমগ হয়ে লিনিয়া নিয়ে এসছিল ১৫টা বিড়ালের বাচ্চা। সেই শুরু। এখন লিয়েনার বয়স ৬৭। ওর সঙ্গে থাকে এক হাজার একশোটি বিড়াল। তাদের মধ্যে ৮০০টা বড় বিড়াল, আর ৩০০টি ছোট। এই বিড়ালগুলো রাস্তায় রাস্তায় ঘুরত। কেউ অসুস্থ, কেউ খিদের জ্বালায় ভুগত। একেবারে অনাথ আশ্রমের কায়দায় বাড়িতে বিড়াল পুষতে থাকেন লিনিয়া। সবাই এখন ওকে ডাকে ক্যাট লেডি বলে।
ক্যালিফোর্নিয়ায় ১২একর জমির ওপর বিড়ালদের সঙ্গে সংসারে মেতেছেন লিয়েনা। লিয়েনাই জানালেন, আজ অবধি প্রায় মোট ২৮ হাজার বিড়ালের সঙ্গে তিনি ঘর করেছেন। লিয়েনা বললেন, ওর বেডরুমে এখন ওর নিজেরই শোয়ার জায়গা নেই। কারণ ৬০টা বিড়াল ওর খাটটাই বেশি পছন্দ করে। এত বিড়াল পোষার খবর অবশ্য অনেকটা। খাওয়া, চিকিত্সা, কর্মীদের মাইন দিতে বছরে খরচ হয় ১৬ লক্ষ মার্কিন ডলার। চাইলে তাঁর কাছ থেকে বিড়াল দত্তক নিতে পারে সাধারণ মানুষ। তবে তার জন্য শপথ নিতে হয় কোনও অবস্থাতেই যেন বিড়ালের অযত্ন না হয়।
দেখুন ক্যাট লেডির সংসার