ওয়েব ডেস্ক : হীরে খচিত একজোড়া কানের দুল। বিক্রি হল রেকর্ড দামে। সদবে নিলামে কানের দুল জোড়ার দাম উঠল ৫৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩৬৫ কোটি। এটাই বিশ্বের সবচেয়ে দামী কানের দুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৪.৫৪ ক্যারেটের একটি নীল রঙের হীরে। ১৬ ক্যারেটের আরকটি গোলাপি রঙের হীরে। দুর্মূল্য, দুষ্প্রাপ্য সেই হীরে দিয়েই তৈরি কানের দুল দুটি। গ্রিক দেবতার নামের অনুকরণে যার একটির নাম ছিল 'অ্যাপোলো ব্লু', অপরটির 'আর্টেমিস পিঙ্ক'। জেনেভায় অনুষ্ঠিত সদবে নিলামে দুল দুটির দাম ধার্য করা হয়েছিল, ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার। ৫৭ মিলিয়ন ডলার দিয়ে একজনই কিনে নেন এই দুল দুটি।


তবে তিনি তাঁর পরিচয় সামনে আনেননি। কেনার পর চোখধাঁধানো দুল দুটির নতুন নামকরণও করেছেন তিনি। নীল হীরের দুলটির নাম দিয়েছেন 'হেমন্তের পাতার স্মৃতি' (The memory of Autumn leaves)। অন্যদিকে গোলাপি দুলটির নাম বদলে রেখেছেন, 'হেমন্তের পাতার স্বপ্ন' (The dream of Autumn leaves)।


আরও পড়ুন, ৮২ বছরে জেলে বসেই 'কলেজ' পড়বেন শিক্ষক দুর্নীতিতে দোষী প্রাক্তন মুখ্যমন্ত্রী!