ওয়েব ডেস্ক : এক বিরল চর্মরোগের শিকার এই শিশু। বয়স মাত্র ১১ বছর। অজানা রোগে ধীরে ধীরে 'পাথর' হয়ে যাচ্ছে সে। সঙ্গে অসহ্য যন্ত্রণা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নাম রমেশ দরজি। বাড়ি নেপালের কাঠমান্ডুতে। জন্মের পর মাত্র ১৫ দিন যখন বয়স, তখনই তার সারা শরীর থেকে চামড়া উঠতে শুরু করে। তারপর ধীরে ধীরে কালো ও শক্ত হয়ে যেতে শুরু করে গায়ের চামড়া। একসময় তা শক্ত হয়ে পাথরের মত খসখসে হয়ে যায়। সঙ্গে সারা গায়ে অসহ্য জ্বালা, চুলকানি আর যন্ত্রণা। হাঁটাচলা, দৌড় কোনওকিছুই ঠিকমতো পারে না এই 'পাথর' শিশু। খিদে পেলে কোনওরকমে বাড়ির লোককে বোঝানো। শৌচালয়ে যেতেও অন্যের সাহায্য লাগে। এভাবেই তার ৫ বছর বয়স হয়ে যায়।


আরও পড়ুন, এদের শৈশবেই নেমে এল বার্ধক্য, কারণটা শুনলে মন খারাপ হয়ে যাবে


প্রাথমিকভাবে চিকিত্সকরা একে কোনও ফাংগাল ইনফেকশন ভেবে ভুল করেন। কিন্তু পরে জানা যায়, বিরল চর্মরোগের শিকার শিশুটি।  যার নাম ইকথাইওসিস বা হার্লিকুইন ইকথাইওসিস।



আরও পড়ুন, বয়স ৫, ত্বক ৫০-এর, এ রোগের চিকিত্‍সা নেই