ওয়েব ডেস্ক : মাতৃস্নেহ কোনও বাধা মানে না। ফের একবার প্রমাণ করলেন এক চিনা অফিসার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনা পুলিস অফিসার লিনা হাও। সবে মা হয়েছেন। ডিউটি দিচ্ছিলেন আদালতে। সেই আদালতেই আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে আরেক মা। তার শিশুকেই দেখভালের দায়িত্বে ছিলেন লিনা ও তাঁর আর দু-তিনজন সহকর্মী। এমন সময় কাঁদতে শুরু করে শিশুটি। কোনওভাবেই শান্ত করা যায় না শিশুটিকে।


আরও পড়ুন, একমাসে ইলেকট্রিক বিল ৭৭ কোটি!


সদ্য মা হওয়া লিনা বুধতে পারেন, শিশুটির খিদে পেয়েছে। এদিকে তার মা তখন আদালতে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে। কালবিলম্ব না করে, অপার মাতৃস্নেহে অভিযুক্তের সন্তান কোলে তুলে নেন লিনা হাও। স্তন্যপান করান ওই শিশুটিকে।


সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির ছবি পোস্ট করেন লিনারই এক সহকর্মী। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। লিনা হাওয়ের মানবিকতায় মুগ্ধ নেটিজেনরা।


আরও পড়ুন, ৩৭ হাজার ফুট উচ্চতায় বিকল বিমানের ইঞ্জিন, প্রাণে বাঁচলের ৫২০ যাত্রী