নিজস্ব প্রতিবেদন: কম খেটে বেশি টাকা রোজগার করতে কে না চায়। অনেকেই অফিসে কম সময় কাজ করে বেশি টাকা বেতন পেতে চান। সেই সমস্ত মানুষের জন্য সুখবর!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁদের জন্য ঘণ্টায় ১৫০০ টাকা বেতনের একটা চাকরির খোঁজ রয়েছে। ৫০ ঘণ্টা কাজ করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে পকেটে ঢুকবে ৭৫ হাজার টাকা। 


এখন প্রশ্ন কাজটা কী?


সংস্থার তরফে জানান হয়েছে, যিনি কাজটিতে যোগ দেবেন, তাঁকে অ্য়াডাল্ট ভিডিও দেখতে হবে (Adult Video Watching Job)। সেই ভিডিও দেখলেই (Adult Video Watching Job), পকেটে ঢুকবে ৭৫ হাজার টাকা। 


জানলে অবাক হবে, চাকরির নোটিফকেশন বের হওয়ার মাত্র দু'দিনের মধ্যে জমা পড়েছে ৩১ হাজার আবেদন। চাকরি করতে চেয়ে প্রায় ৩১ হাজার মানুষ আবেদন করেছেন।


কী করতে হবে?



-সংস্থার তরফে কর্মীদের বেশ কয়েকটি অ্য়াডাল্ট ভিডিও দেওয়া হবে (Adult Video Watching Job)।
-কর্মীদের সেই অ্যাডাল্ট ভিডিওগুলো দেখতে হবে (Adult Video Watching Job) এবং সেগুলোর রিভিউ করতে হবে।
-ভিডিওর পুরুষ-মহিলাদের চুলের রঙ, তাঁদের ভাষা ইত্যাদি তথ্য একত্র করতে হবে।
-৫০ ঘণ্টা ওই অ্য়াডাল্ট ভিডিও দেখতে হবে (Adult Video Watching Job)।


মজার বিষয় হল, বিশ্বের যে কোনও প্রান্ত থেকে এই চাকরির জন্য আবেদন করা যাবে। কোনও অফিসে যেতে হবে না। গোটা কাজটাই করতে হবে বাড়িতে বসে। আর এই অসাধারাণ কাজের সুযোগ নিয়ে এসেছে Bedbible.Com।     


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)