ওয়েব ডেস্ক : তাঁর হৃদপিণ্ড ধুকপুক করে ঠিকই কিন্তু, শরীরের বাইরে। আর শরীরের বাইরে থাকা হৃদপিণ্ড নিয়েই প্রতি নিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে ৮ বছরের ভিরসাভিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাশিয়ার নাগরিক ভিরসাভিয়ার মা বলেন, জন্মের পর থেকেই তাঁর মেয়ের হৃদপিণ্ড ওইভাবে ধুকপুক করতে শুরু করে তার শরীরের বাইরে। এমনকী, জন্মের পর তাঁর মেয়েকে খুব কম দিনেরই অতিথি বলে ধরে নিয়েছিলেন তাঁরা। কিন্তু, সেই সমস্ত ভাবনার মাঝেই ৮ বছর পার করে দিয়েছে ভিরসাভিয়া।


মেয়ের চিকিত্সার জন্য সম্প্রতি তাকে নিয়ে ফ্লোরিডায় এসেছেন তাঁর বাবা-মা। কিন্তু, তার ব্লাড প্রেসার অত্যধিক হওয়ায়, চিকিত্সা করাতে বেশ সমস্যাতেই পড়তে হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু, একদিন না একদিন তাঁদের সন্তানের সঠিক চিকিত্সা হবে বলেই আশা প্রকাশ করেছেন ভিরসাভিয়ার মা।


দেখুন সেই ভিডিও..