ওয়েব ডেস্ক : বিশ্বের কাছে ত্রাস ISIS। কীভাবে এই জঙ্গিগোষ্ঠীকে দমন করা যায়, তাই নিয়ে শলাপরামর্শে ব্যস্ত থাকেন রাষ্ট্রনেতারা। এদিকে, ISIS-এর কাছেও 'ত্রাস' হয় কেউ কেউ। এই সুন্দরী যেমন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জোয়ানা পালানি। ২২ বছরের তন্বী। কোপেনহেগেনের বাসিন্দা। বাড়ি থেকে পালিয়ে সুদূর সিরিয়া। যোগ দিলেন পেশমের্গা বাহিনীতে। বিলানসবহুল জীবনযাপনের লোভে অনেকই এরকমভাবে বাড়ি থেকে পালায়। আর তারপর জঙ্গিগোষ্ঠীর সঙ্গে হাত মেলায়। তবে এই সুন্দরীও পালালেন, কিন্তু কারণটা অন্য।



জোয়ানার লক্ষ্য ছিল একটাই। জঙ্গিদের নির্মম অত্যাচারের হাত থেকে শিশুদের উদ্ধার করতে হবে। যাদেরকে জঙ্গিরা যৌনদাস/যৌনদাসী হিসেবে ব্যবহার করত। চলত নির্মম অত্যাচার। এই করতে গিয়ে তাঁকে অনেক বিপদের মুখোমুখি পড়তে হয়েছে। ঝুঁকি নিতে হয়েছে জীবনের। নিজের চোখের সামনে দেখেছেন, কীভাবে ১১ বছরের এক  নাবালিকা জঙ্গিদের অত্যাচারে যমজ গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু, তারপরেও পিছু হটেনি জোয়ানা।