নিজস্ব প্রতিবেদন: একটা ছাগলকে দেখতে জমছে ভিড়। সে যেমন তেমন ছাগল নয়। বিরাট তার বপু। আর নামটাও বেশ খাসা। ঢাকার ধীতপুর গ্রামের 'টাইগার' এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রচুর মানুষ দেখতে আসছে ছাগলটিকে। আদতে রাজস্থানের বাসিন্দা হলেও এখন টাইগারের বাস বাংলাদেশে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার কেরানিগঞ্জের বাস্তা ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা ছাগলটি। তার স্বাস্থ্য রীতিমতো বাঘের মতো। নাম টাইগার। মাথাটি বাদামি রঙের। শরীরের মধ্য অংশ সাদা। চারটি পা ওই দুটি রঙের মিশেল।


ছাগলটির দেখাশোনা রাখেন মহম্মদ জাহাঙ্গির, সাগর ও তনজিদ। তোতা প্রজাতির ছাগলটি আসলে ভারতের। সেটি বাংলাদেশে গিয়েছে রাজস্থান থেকে। দেখভালকারীরা জানান, বড়সড় শরীর থাকলেও ছাগলটি শান্ত স্বভাবের। তবে রেগে গেলে গুঁতিয়ে দেয়। 


আরও পড়ুন- রিফাত হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নয়ন বন্ড-কে নিকেশ করল বাংলাদেশ পুলিস