ওয়েব ডেস্ক : পাকিস্তানের শান্তি বিঘ্নিত করছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে গতকাল গোটা রাত হামলা চালায় ভারত। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গিদের বেশ কয়েকটি লঞ্চিংপ্যাড। যদিও, এই আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানও কড়া অবস্থান নিতে চলেছে বলে খবর। তাদের অভিযোগ ভারত আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখা চুক্তি লঙ্ঘন করেছে। সেই সঙ্গে তারা যা করছে তা সরাসরি পাকিস্তানের নিরাপত্তায় আঘাত হানছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল অ্যাটাক ভারতের


পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই ঘটনার সরাসরি নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, ''ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভীমবার, হটস্প্রিং, কেল ও লিপা সহ পাঁচটি এলাকায় হামলা চালিয়েছে। হামলায় মৃত্যু হয়েছে দুই পাকিস্তান সেনা জওয়ানের।''