হাতে একে-৪৭, মেয়েকে ভারতের বিরুদ্ধে বদলা নিতে শেখাচ্ছেন পাকিস্তানি বাবা!
ভারত-পাক সম্পর্কের পারদ যখন ক্রমশ চড়ছে, উরি হামলার `প্রতিশোধ` নিতে সতীর্থ সেনা-জওয়ানরা যখন ফুঁসছে, তখনই সোশ্যাল মিডিয়ায় উঠে এল আম পাকিস্তানের এই ছবি। আর সেই ছবি নতুন করে উস্কে দিল বিতর্ক। একদিকে যেমন এই ছবি মুখ পোড়াল শরিফ প্রশাসনের। তেমনই ভারতের হাতেও তুলে দিল তুরুপের নতুন তাস।
ওয়েব ডেস্ক : ভারত-পাক সম্পর্কের পারদ যখন ক্রমশ চড়ছে, উরি হামলার 'প্রতিশোধ' নিতে সতীর্থ সেনা-জওয়ানরা যখন ফুঁসছে, তখনই সোশ্যাল মিডিয়ায় উঠে এল আম পাকিস্তানের এই ছবি। আর সেই ছবি নতুন করে উস্কে দিল বিতর্ক। একদিকে যেমন এই ছবি মুখ পোড়াল শরিফ প্রশাসনের। তেমনই ভারতের হাতেও তুলে দিল তুরুপের নতুন তাস।
বয়স খুব বেশি হলে ১০ বছর, তাও নয়। আর তার হাতেই একে-৪৭। মেয়েকে বন্দুক চালাতে শেখাচ্ছেন বাবা। আর মেয়ে বন্দুক হাতে 'হুমকি' দিচ্ছে ভারতের নাম করে! নিশানায় তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ছবিটি টুইটারে ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে। কী করে একজন সাধারণ দেশবাসীর ঘরে বন্দুক পৌঁছালো, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেইসঙ্গে সেদেশে শৈশব কতটা ভয়াবহ ও অন্ধকারাচ্ছন্ন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
আরও পড়ুন, পশ্চিম আকাশে শক্তিপরীক্ষা ভারতীয় বায়ুসেনার!
লজ্জা! উরিতে শহীদ জওয়ানদের স্মৃতিতে মিছিল থেকে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান