একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করলেন মা
`50 Fingers 50 Toes, 6 Hearts Beating At Once`। এই ক্যাপশন দিয়েই কিমবেয়ারলি পোস্ট পোস্ট করেছেন তাঁর পাঁচ মেয়ের ছবি। আর এই ছবিতেই জন্মের পরপরই সেলিব্রিটি টিফানি, পেনিলোপ, বিট্রিক্স, অ্যালি এবং কেইথ। বিশেষ কী আছে এই ছবিতে?
ওয়েব ডেস্ক: '50 Fingers 50 Toes, 6 Hearts Beating At Once'। এই ক্যাপশন দিয়েই কিমবেয়ারলি পোস্ট পোস্ট করেছেন তাঁর পাঁচ মেয়ের ছবি। আর এই ছবিতেই জন্মের পরপরই সেলিব্রিটি টিফানি, পেনিলোপ, বিট্রিক্স, অ্যালি এবং কেইথ। বিশেষ কী আছে এই ছবিতে?
দুই মেয়ের জন্মের পর ছেলের আশায় ফের মা হতে চেয়েছিলেন কিমবেয়ারলি। কিন্তু গর্ভধারণের পর ডাক্তার যে খবর তাঁকে দিয়েছিলেন তাতে আশ্চর্য হয়ে গিয়েছিলেন টুচি দম্পতি। চেয়েছিলেন এক সন্তান, কিন্তু আসছে পাঁচ। ২৮ জানুয়ারি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন কিম। প্রত্যেকেই সুস্থ। একসঙ্গে পাঁচ সন্তানের মা হতে চলেছেন, এখবর শোনার পর থেকে নিজের মাতৃত্বকালীন সমস্ত বিষয়ই ফেসবুকে দিতে থাকেন কিম। অবশেষে যখন মা হন তখনও তাই পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে এক সুন্দর ছবি পোস্ট করেন। খুব শিগগিরই এই ছবি ভাইরাল হয়ে যায়।