ফুসফুসের ঠিক কতটা ক্ষতি করে ধূমপান, চোখে আঙুল দিয়ে দেখাল এই ভিডিও
ফুসফুস দু`টিতে রীতিমতো হাওয়া ভরে তার কার্যকারিতা ব্যাখ্যা করেছেন অ্যামানডা। দেখিয়েছেন, কী ভাবে ধূমপানের ফলে স্থিতিস্থাপকতা হারায় ফুসফুস। যার ফলে ক্রমশ কমতে থাকে কর্মক্ষমতা।
ওয়েব ডেস্ক: ধূমপানের ক্ষয়ক্ষতি সম্পর্কে কম বেশি ধারণা রয়েছে সবারই। সিগারেট - বিড়ির প্যাকেটে স্পষ্ট করে ছাপা ছবি দেখেও ধূমপান ছাড়তে পারেন ক'জন? ধূমপানের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে ফেসবুকে দু'টি ভিডিও পোস্ট করেছেন এক নার্স। আসল মানব ফুসফুস সামনে রেখে ধূমপানের বিপদ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তিনি। চোখের সামনে এমন উদাহরণ দেখে ঢোঁক গিলছেন অনেক ধূমপায়ীই।
অ্যামানডা ইলার নামে ওই নার্স একটি ভিডিওতে দেখিয়েছেন এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ফুসফুসের চরিত্র। তাঁর দাবি, ২০ বছর ধরে প্রতিদিন অন্তত ১ প্যাকেট করে সিগারেট খেতেন ওই ব্যক্তি। পরের ভিডিওয় একটি অধূমপায়ীর ফুসফুসের চরিত্র দেখিয়েছেন তিনি। Cancerous, 1 pack per day for 20 years lungs versus heathy lungs. Still wanna smoke?- শীর্ষক সেই ভিডিওদু'টি দেখে বুক কাঁপতে বাধ্য।
নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করল যৌন কেলেঙ্কারিতে জেরবার নোবেল কমিটি
ফুসফুস দু'টিতে রীতিমতো হাওয়া ভরে তার কার্যকারিতা ব্যাখ্যা করেছেন অ্যামানডা। দেখিয়েছেন, কী ভাবে ধূমপানের ফলে স্থিতিস্থাপকতা হারায় ফুসফুস। যার ফলে ক্রমশ কমতে থাকে কর্মক্ষমতা।
এতো গেল ফুসফুসের কার্যক্ষমতা সংক্রান্ত দিক। এছাড়া গবেষণা বলছে, তামাকে এমন ৫০০০ বিষাক্ত রাসায়নিক থাকে যা থেকে হতে পারে ক্যান্সার। তবে চোখের সামনে দেখা যায় না বলে ঝুঁকির দিকটা ভুলে যাই অনেকেই।