নিজস্ব প্রতিবেদন: লাভ ইন দ্য টাইম অফ কলেরা। গার্সিয়া মার্কেজের বিখ্যাত উপন্যাস। তাঁর সেই বিখ্যাত উপন্যাসের অনুকরণেই যেন এ ক্ষেত্রে বলা যায়-- কনসার্ট ইন দ্য টাইম অফ করোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার মধ্যেই কনসার্ট। ৫০০০ দর্শক নিয়ে এক বিরল কনসার্ট হয়ে গেল স্পেনের বার্সেলোনায় (Barcelona)। স্বাস্থ্যবিধি মেনে এই ধরনের বিনোদনমূলক জমায়েত কতটা নিরাপদ, তা পরীক্ষা করতেই কনসার্টটির আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। 


অনুষ্ঠানস্থলে ঢোকার আগে সকলের করোনা পরীক্ষা (rapid COVID-19 tests) করা হয়। ৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। শনিবার রাতে কনসার্ট শেষ হওয়ার পর থেকে অবশ্য এখনও পর্যন্ত কারও কোভিডে আক্রান্ত হওয়ার খবর মেলেনি। 


আরও পড়ুন: Suez Canal-এ আটকে বিশাল পণ্যবাহী জাহাজ, প্রতি ঘণ্টায় ক্ষতি কোটি কোটি ডলার


শনিবার রাতে বার্সেলোনার 'পালাউ সান জর্দি' স্টেডিয়ামে কনসার্টটি আয়োজিত হয়। ২৪ হাজার দর্শকাসনের ওই স্টেডিয়ামে ৫০০০ দর্শককেই প্রবেশর অনুমতি দেওয়া হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড 'লাভ অব লেসবিয়ানস' (Love of Lesbian)। মাস্ক, স্যানিটাইজার, করোনাটেস্ট-- সব মিলিয়ে টিকিটের দাম ধরা হয়েছিল। অল্প সময়ের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। আসলে দীর্ঘ দিন ঘরবন্দি থাকা মানুষ একটা কিছু চাইছিলেন। সেই সুযোগ মিলতেই তাঁরা দলে দলে ভিড় জমিয়েছিলেন কনসার্টে।


আরও পড়ুন: রবিবার মধ্যরাতের আকাশে দেখা যাবে Supermoon