Suez Canal-এ আটকে বিশাল পণ্যবাহী জাহাজ, প্রতি ঘণ্টায় ক্ষতি কোটি কোটি ডলার
সুয়েজ ক্যানাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জাহাজটিকে মুক্ত করতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে
![Suez Canal-এ আটকে বিশাল পণ্যবাহী জাহাজ, প্রতি ঘণ্টায় ক্ষতি কোটি কোটি ডলার Suez Canal-এ আটকে বিশাল পণ্যবাহী জাহাজ, প্রতি ঘণ্টায় ক্ষতি কোটি কোটি ডলার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/25/313102-6.jpg)
নিজস্ব প্রতিবেদন: এশিয়া ও ইউরোপকে জুড়ে দেয় সুয়েজ ক্যানাল। বিশ্বের ১২ শতাংশ বাণিজ্য হয় লোহিত সাগর ও ভূমধ্যসাগরের সংযোগকারী এই ক্যানালের মাধ্যমে। আর সেখানেই আটকে পড়েছে পানামার এক গগনচুম্বী পণ্যবাহী জাহাজ।
সংবাদমধ্যমের খবর, ওই জাহাজটি আটকে যাওয়ার ফলে সুয়েজ খালে(Suez Canal) দাঁড়িয়ে রয়েছে আরও ১৫০টি জাহাজ। এতে ঘণ্টায় ক্ষতি হচ্ছে ৪০০ মিলিয়ন ডলার।
আরও পড়ুন-"ভোটের দিনে হিংসা, রাজ্যের ৫০ বছরের ট্র্যাডিশন এবার ভাঙুন"
মঙ্গলবার ওই জাহাজটি ভূমধ্যসাগরের দিকে যাচ্ছিল। সেসময় তীব্র হওয়ায় সেটি খালের এক সংকীর্ণ অংশে আটকে পড়ে। তার পর থেকে সেটিকে নড়ানো যায়নি। পানামার The Ever Given নামে ওই জাহাজটি আটকে যাওয়ায় ফলে প্রবল যানজট সৃষ্টি হয়েছে ব্যাস্ত ওই ক্যানালে।
এদিকে, জাহাজটিকে সরানোর কাজে নেমে পড়ছে মিশর(Egypt) সরকার। নামানো হয়েছে বেশ কয়েকটি টাগ বোট। পাশাপাশি খালপাড়ের মাটি কেটে ৪০০ মিটার লম্বা ওই জাহাজটিকে নড়ানোর চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন-'দেখরে মেলে ত্রিনয়ন, ঝুলছে তোর উন্নয়ন', কোচবিহার কাণ্ডে Mamata-কে নিশানা Dilip-র
সুয়েজ ক্যানাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জাহাজটিকে মুক্ত করতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। কারণ ভারী জাহাজ ও তীব্র ধুলো ঝড় পরিস্থিতি কঠিন করে দিয়েছে।