তিব্বতের উত্থান দিবস উপলক্ষে দিল্লিতে চিনা দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখালেন কয়েকশো তিব্বতী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ জনকে আটক করল রাজধানী রাজ্যের পুলিস। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জন প্রতিবাদী মানব বন্ধন তৈরি করে শান্তিপূর্ণ বিক্ষোভ  শুরু করেন। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শয়ে শয়ে তিব্বতী চাণক্যপুরীতে পৌছে বিক্ষোভে যোগ দেন।


অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয় নিরাপত্তারক্ষীর সংখ্যা। আজ থেকে ৫৫ বছর আগে উনিশশো উনষাট সালের ১০ মার্চ তিব্বত অধিগ্রহণ করে গণপ্রজাতান্ত্রিক চিন। সেইদিন থেকে প্রতিবছর এই দিনটি


তিব্বতের উত্থান দিবস পালিত করছেন স্বাধীনতাকামী তিব্বতী আন্দোলনকারীরা।  আজ ছিল তিব্বতের ৫৬তম উত্থান দিবস।