ওয়েব ডেস্ক: টিনটিনের সেই হাঙর আকৃতির সাবমেরিনের কথা মনে আছে? যেটায় চড়ে এই হলুদ ঝুঁটি চুলের সাংবাদিক ক্যারেবিয়ান সমুদ্রে গুপ্তধনের সন্ধানে গিয়েছিল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টিনটিনকে সৃষ্টি করার সময় বেলজিয়ান কার্টুনিস্ট হার্জ কি কখনও ভেবেছিলেন তাঁর সেই হাঙর আকৃতির সাব মেরিন টিনটিন সহযোগে জলের অনেক উপরে আক্ষরিক অর্থে আকাশ উড়ানে স্থায়ী সঙ্গি হবে?


তাইওয়ানের এভা এয়ার ও হ্যালো কিটির মিলন বা এয়ার নিউজিল্যান্ডের সঙ্গে হবিটের মিশে যাওয়াতে অনুপ্রাণিত হয়ে ব্রাসেলস এয়ারলাইনস এবার হাত ধরল সম্ভবত পৃথিবীর জনপ্রিয়তম গোয়েন্দা টিনটিনের।  


বেলজিয়ান এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২০-র গায় এক্কেবারে টিনটিনের সেই হাঙর আকৃতির ডুবো জাহাজের আঁকিবুকি কাটা হয়েছে। সাবমেরিনটির জানলা দিয়ে দেখা মিলছে টিনটিন আর কুট্টুসেরও। গল্পে এই সাবমেরিনটা আবার তৈরি করেছিলেন প্রফেসর কার্থবাট ক্যালকুলাস।


এরোপ্লেনটিকে টিনটিনের দুনিয়ায় রাঙিয়ে তুলেছেন এয়ারক্রাফট আর্টিস্ট অ্যাড্রুই এইসেল।


২০১৯ সালের মধ্যেই আকাশে ডানা মেলবে এই এরোপ্লেন 'ডুবোজাহাজ'।