ওয়েব ডেস্ক: প্রবাদপ্রতিম জন এফ. কেনেডি আর হার্বার্ট হোভারের সঙ্গে একই সারিতে চলে এলেন ডোনাল্ড ট্রাম্প! একটি মহত্‍ কারণের জন্যই প্রবাদপ্রতিম সরণীতে ঠাঁই হয়েছে বিতর্কিত ডনের। কিন্তু কী সেই কারণ যা তাঁকে স্থান দিল কেনেডি, হোভারের ঠিক পাশেই?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


সাধারণত, ট্রাম্পের যেকোনও সিদ্ধান্ত নিয়েই সমালোচনার ঝড় ওঠে। তিনিও তাতেই অভ্যস্ত হয়ে উঠছেন। কিন্তু তাঁর সাম্প্রতিক এক সিদ্ধান্তের ক্ষেত্রে মোটেই তেমনটা হল না। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড জন ট্রাম্প তাঁর নিজের পারিশ্রমিক জনকল্যাণে দান করার সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করতেই সপ্রশংস প্রায় সব মহলই। হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট তাঁর পারিশ্রমিক অর্থাত্‍ ৪ লক্ষ মার্কিন ডলার বছরের শেষে জনকল্যাণে দান করতে চান। কিন্তু ঠিক কোন ক্ষেত্রে তিনি এই দান পৌঁছে দেবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি সফল ব্যবসায়ী থেকে দেশের বিতর্কিত প্রসিডেন্ট হয়ে যাওয়া ট্রাম্প।


 


মিডিয়ার প্রতি সদাক্ষিপ্ত ট্রাম্প তাঁর এই মহত্‍ উদ্দেশ্যকে সফল করতে সংবাদ মাধ্যমের পরামর্শও চেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময়েও নিউইয়র্কের বিলিয়নেয়ার ব্যবসায়ী ট্রাম্প বলেছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি তাঁর বেতন দান করবেন। আর এবার সরকারি মুখপাত্রের মাধ্যমে ঘোষণার মধ্যে দিয়ে আবারও 'কথা রাখলেন' ট্রাম্প। এর আগে অভিবাসন নীতি, মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার মতো বিষয়ে ট্রাম্পকে ইতিমধ্যেই 'কথা রাখতে' দেখা গেছে। এবার আবারও তিনি কথা রাখলেন। ফারাক শুধু একটাই, এর আগে 'কথা রাখা'র মাধ্যমে অনেককে আশঙ্কায় ফেলে দিয়েছেন তিনি, কিন্তু এবারের 'কথা রাখা'য় আশা পাচ্ছে বিশ্ব। (আরও পড়ুন- অস্কার অনুষ্ঠানের সমালোচনার জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প)