নিজস্ব প্রতিবেদন: ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই তা নিয়ে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা মন্তব্য  করেছেন। ফলকে চ্যালেঞ্জ করে করেছেন একাধিক মামলাও। প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনকে ছাড়তে চাননি হোয়াইট হাউস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মনে করা গিয়েছিল, ট্রাম্প (Donald Trump)বোধ হয় এবার শান্ত হলেন। হয়তো ফলাফল মেনে নিলেন। কিন্তু ঘটনা তা নয়। এবার তাঁর সমর্থকদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশেও তাঁর উপস্থিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


জানা গিয়েছে, রাজধানী ওয়াশিংটন ডিসিতে (rallies in Washington)দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ট্রাম্প সমর্থকরা। 'মার্চ টু সেভ অ্যামেরিকা' শীর্ষক ব্যানার নিয়ে সুপ্রিম কোর্টের সামনে জড়ো হয়েছেন তারা। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছে এবং এতে কয়েকজন বিক্ষোভকারী আহতও হয়েছেন। অন্ততপক্ষে ছ'জন গ্রেফতারও হয়েছে।


Also Read: নির্জন দ্বীপে লভ ইন দ্য টাইম অফ 'করোনা'