Tsunami Warning: যে কোনও সময়ে আছড়ে পড়তে পারে ভয়ংকর সুনামি! ঘরবাড়ি ফেলে পালাতে শুরু করেছেন এলাকাবাসী...
Earthquake in Vanuatu: ভানুয়াতু দ্বীপ-এলাকা প্রশান্ত মহাসাগরের নীচে ‘রিং অব ফায়ারে’র উপরে অবস্থিত। এ অঞ্চলের টেকটোনিক প্লেটগুলির মধ্যে সংঘর্ষ হলেই কম্পন ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে কোনও সময়ে আছড়ে পড়তে পারে ভয়ংকর এক সুনামি! ফলে আগে থেকেই এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন এলাকাবাসী। কে আর জেনেশুনে মৃত্যুর মুখে পড়তে চায়? ভানুয়াতু দ্বীপে এক তীব্র মাত্রার ভমিকম্প ঘটেছে। তার জেরেই আসতে পারে সুনামি। রবিবার রাতে ভয়াবহ এই ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপদেশ এই ভানুয়াতু। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০।
আরও পড়ুন: Heavy Rains in Saudi Arabia: অতি ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে মরুশহর! কোন কোন নিয়মে আসছে বদল...
ভানুয়াতু দ্বীপ-এলাকা প্রশান্ত মহাসাগরের নীচে ‘রিং অব ফায়ারে’র উপরে অবস্থিত। এ অঞ্চলের টেকটোনিক প্লেটগুলির মধ্যে সংঘর্ষ হলেই কম্পন ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটে। এর আগে নভেম্বর মাসে ভানুয়াতুর উত্তরে অবস্থিত সোলোমন দ্বীপেও ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
রবিবার রাতের ভয়াবহ ভূমিকম্পের পরে সুনামি-সতর্কতা জারি হয়েছে। বলা হয়েছে, ধেয়ে আসছে সুনামি । আর এই সতর্কতা জারি হতেই গ্রাম-জনপদ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন ভানুয়াতুর বাসিন্দারা। বলা হয়েছে, ভয়াবহ আকার নিতে পারে এই সুনামি। এই আশঙ্কায় ইতিমধ্যেই এলাকা খালি করে ফেলা হচ্ছে। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে দেশটির সরকারের তরফে এখনও হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।