ওয়েব ডেস্ক: জেগে উঠেছে কোস্টারিকার তুরিয়াবালা আগ্নেয়গিরি। তারই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশিত হল। ইন্ফ্রারেড ভিডিওতে ধরা পড়েছে গত দু দশকের মধ্যে সব চেয়ে শক্তিশালী অগ্নুত্পাতের ছবি। অগ্ন্যুত্পাতের জেরে আশপাশের এলাকা ফাঁকা করা হয়েছে।


গরমে তো সবাই নিজেদের কথাই ভাবেন। কজনই বা পাখিদের কথা ভাবে! এবার পাখিদের জন্য এগিয়ে এল কর্ণাটকের একটি যুব সংগঠন। গাছের মধ্যে তাঁরা বেঁধে দিয়েছেন জল এবং খাবার। যাতে আর যাই হোক, কোনও পাখির জীবন না যায়। তিনি বিশ্ব ইতিহাসের অন্যতম বর্ণময় চরিত্র। তিনি রোমের সম্রাট নেরো। তাঁরই জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে একটি প্রদর্শনীতে। জার্মানিতে এই প্রদর্শনীতে নেরোকে তুলে ধরা হয়েছে একজন শিল্পী এবং সংস্কারক হিসেবে।