নিজস্ব প্রতিবেদন: ফিরল শার্লি এবদোর স্মৃতি। আফগানিস্তানের অন্যতম জনপ্রিয় বেসরকারি সংবাদমাধ্যম শামশাদ টিভির দফতরে জঙ্গি হামলা। চ্যানেলের দফতরে ঢুকে 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশ এলোপাথাড়ি গুলি চালাল ২ বন্দুকবাজ। ঘটনায় বহু সাংবাদিক ও সংবাদকর্মীর হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুর স্থানীয় সময় ১১.৪৫ মিনিট নাগাদ ২ সশস্ত্র জঙ্গি চ্যানেলের দফতরে ঢুকে পড়ে। ব্যস্ত সময়ে বহু কর্মীই তখন দফতরে উপস্থিত ছিলেন। আচমকাই ওই 


দুই সন্ত্রাসবাদী এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকলে প্রাণ বাঁচাতে যে যেদিকে পারে ছোটে। গুলির সঙ্গে বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। প্রাথমিক পর্যায়ে বাধা 


দেওয়ার চেষ্টা করেন দফতরের নিরাপত্তারক্ষীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিরাপত্তারক্ষীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। অপরজন এখনও চ্যানেলের দফতরেই 


লুকিয়ে রয়েছে বলে খবর।
ব্যস্ত সময়ে হামলা হওয়ায় বহু কর্মী হতাহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। আপাতত টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। একটি স্থির চিত্রই চ্যানেলের স্ক্রিনে দেখা 


যাচ্ছে।
আফগানিস্তানে টিভি চ্যানেলে জঙ্গি হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগে সেদেশের সবচেয়ে বড় বেসরকারি টিভি চ্যানেল টোলো নিউজে হামলা চালায় তালিবান। ৭ 


সাংবাদিকের মৃত্যু হয় তাতে। তবে এদিন তালিবান জানিয়ে দিয়েছে, হামলায় তাদের হাত নেই।