ওয়েব ডেস্ক: কাবুলে জোড়া বিস্ফোরণে কমপক্ষে একষট্টি জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুশো সাতজন। কাবুলে হাজারা শিয়া সম্প্রদায়ের একটি বিক্ষোভ মিছিলে পরপর আত্মঘাতী বিস্ফোরণ হয় বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আফগান সংসবাদ সংস্থা টোলো নিউজের দাবি তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল। এদের মধ্যে এক জন নিরাপত্তা রক্ষীদের গুলিতে মারা যায়। আইসিস এই হামলার দায় স্বীকার করেছে।


আরও পড়ুন-মিউনিখের হামলাকারী ISIS জঙ্গি নয়, আসলে 'মানসিক রোগগ্রস্থ'


প্রসঙ্গত, সারা বিশ্ব জুড়েই ISIS সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যে দিয়ে অসংখ্য মানুষ মারছে। কিছুদিন আগেই বাংলাদেশের গুলশান ও কিশোরগঞ্জের আক্রমণের ক্ষত এখনও দগদগে এবং সেই নাশকতার দায়ও স্বীকার করেছিল আইসিস। সম্প্রতি, রাশিয়া ও আমেরিকার যৌথ হামলায় বেশ খানিকটা বেকায়দায় পড়েছে এই জঙ্গিগোষ্ঠি।