নিজস্ব প্রতিবেদন: গাছ পড়ে মৃত্যু হল দুই সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভাইলেরে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের খবর সংগ্রহ করতে গিয়ে নিউজ-ভ্যানের উপর আচমকা গাছ পড়ে।  গাড়ির ভিতরে ছিলেন ডব্লিউওয়াইএফএফ- নিউজ চ্যানেলের সাংবাদিক মাইক ম্যাককরমিক এবং চিত্র সাংবাদিক অ্যারন স্মেলত্জার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- তরতরিয়ে পাঁচ তলায় উঠে বাঁচালেন শিশুর প্রাণ, রাতারাতি প্যারিসের হিরো 'স্পাইডারম্যান'


প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর এবং দক্ষিণ ক্যারোলিনার অধিকাংশ এলাকা। বন্যাও দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। উত্তর ক্যারোলিনার ট্রায়নের দমকল দফতের প্রধান জিওফ ট্যানান্ট জানিয়েছেন, হাইওয়েতে গাড়ির উপর গাছ পড়ে মৃত্যু হয় ওই দুই সাংবাদিকের। স্থানীয় সময় দুপুর ২.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।



আরও পড়ুন- নিখোঁজ শিশুরা কোথায়? মা-ইভাঙ্কাকে প্রশ্ন নেটিজেন মহল্লার


ডব্লিউএসপিএ নামে অন্য একটি নিউজ চ্যানেলে এই খবর সম্প্রচার করে উপস্থাপক জর্ডন ডিল জানান, “অন্য নিউজ চ্যানেলের হলেও মাইক এবং অ্যারন সংবাদ জগতের কর্মী। আমরা সবাই এক পরিবারের। তাঁদের মৃত্যুতে মর্মাহত আমরা।” বছর তিরিশের ওই দুই সাংবাদিক ডব্লিউওয়াইএফএফ সংস্থার সঙ্গে ১১ বছর ধরে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।


আরও পড়ুন- একক সংখ্যাগরিষ্ঠতা নেই, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ ইতালির প্রেসিডেন্টের