ওয়েব ডেস্ক : আকাশে কটা সূর্য? নার্সারির বাচ্চাও বলবে, একটা। কিন্তু এই গ্রামের কাউকে জিজ্ঞাসা করলে, সে বলবে, আকাশে ২টো সূর্য!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমনই অদ্ভুত ছবি ধরা পড়ল ক্যামেরায়। একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে, আকাশের একপ্রান্তে জ্বলজ্বল করছে সূর্য । আরেক প্রান্তে ঠিক সূর্যের মতই উজ্জ্বল গোলাকার আলো। খালি চোখে যাকে দেখলে সূর্য বলেই মনে হচ্ছে। কিন্ত এর পিছনে কারণটা কী? এখন সেই উত্তরই খুঁজছেন বিজ্ঞানীরা। কলোম্বিয়ার এল গুয়ামো গ্রামে ধরা পড়েছে এই ছবি।



সোশ্যাল মিডিয়ায় 'দুটো সূর্যের ছবি' শেয়ার হতেই তা ভাইরাল।