আচমকা দুই তরুণীকে গিলে নিল ফুটপাথ, দেখুন চাঞ্চল্যকর ভিডিও
তুরস্কের দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসার পর ছড়িয়েছে চাঞ্চল্য।
নিজস্ব প্রতিবেদন: রাস্তার ফুটপাথ ধরে হাঁটছিলেন দুই মহিলা। চলছিল খোশ গল্প। কিন্তু সেখানেই লুকিয়ে ছিল মারণ ফাঁদ। আর সেই মারণ ফাঁদে পা দিয়েই হুড়মুড়িয়ে নীচে পড়ে গেলেন। ঘটনাটি ঘটেছে তুরস্কে। এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসার পর ছড়িয়েছে চাঞ্চল্য।
স্থানীয় প্রতিবেদনের দাবি, দুই মহিলার একজন চিকিত্সক, অন্যজন নার্স। তাঁরা কথা বলতে বলতে ফুটপাথ ধরে যাচ্ছিলেন। তখনই ফুটপাথের একটি জায়গায় দাঁড়িয়ে তাঁরা কথা বলতে থাকেন। তখনই ধস নামে ফুটপাথে। কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফুটপাথের ওই জায়গাটি। ভূমি ধসে চাপা পড়ে যান চিকিত্সক ও নার্স।
ঘটনার তীব্র আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। তাঁরাই ধস সরিয়ে উদ্ধার করেন দুই মহিলাকে। গুরুতর জখম দুই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুল্যান্স। জানা গিয়েছে, তাঁরা দুজনেই সুস্থ আছেন। গোটা ঘটনাটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা দেখার পর অনেকেই শিউরে উঠেছেন।
ভিডিও দেখা যাচ্ছে, ফুটপাথে আগে থেকেই চি়ড় ধরা ছিল। সেখানেই দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন- ''গত ১০ বছরে বাংলাদেশে হিন্দু নির্যাতন মধ্যযুগকেও হার মানিয়েছে''