জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়! কিন্তু যাঁরা সৌভাগ্যক্রমে স্বাধীন দেশে জন্মেছেন, স্বাধীনতার মূল্য উপলব্ধি করা তাঁদের পক্ষে একটু কঠিন। খেরসনের মানুষের পক্ষেও বিষয়টি তাই। খেরসন নতুন করে স্বাধীনতার আস্বাদ পেল। নতুন করে স্বাধীনতা নিয়ে উচ্ছ্বাসে মাতল। টানা ৮ মাস দাঁতে দাঁত চেপে লড়াইয়ের সুফল এখন উপভোগ করছে ইউক্রেনের খেরসনবাসী। রাশিয়ার সৈন্যদের হঠিয়ে ইউক্রেনের বন্দর শহর খেরসন পুনর্দখল করেছে কিভ। যদিও যুদ্ধবিধ্বস্ত শহরে এখনও নানা সংকট-- জল নেই, বিদ্যুৎ নেই, নেই ইন্টারনেট-সংযোগও!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Steve Jobs' Sandals: এ যুগের পাদুকাপুরাণ! নিলামে উঠেছে এটি; কার এই চটিজোড়া?


তবে, খেরসনবাসী এখন ওসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাঁরা পথে নেমে উচ্ছ্বাসে মাতছেন। স্বাধীনতা উদ্‌যাপন করছেন জাতীয় পতাকা উড়িয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে। সম্প্রতি ইউক্রেনীয় প্রত্যাঘাতের মুখে পিছু হঠেছে পুতিনবাহিনী। গত ৮ মাস ধরে পরাধীনতার শৃঙ্খল পরানো খেরসনবাসী মুক্তির স্বাদ পেয়ে আজ বাঁধনহারা। সদ্য স্বাধীন খেরসনে ঢুকলেই নানা মন ভালো করে দেওয়া ছবি। তবে সেখানে সব চেয়ে বেশি যেটা ঘটছে তা হল সেনাদের বীরের সংবর্ধনা দেওয়া। খেরসনে এখন ইউক্রেনের সেনা দেখলেই তাঁদের বীরের সংবর্ধনা দেওয়া হচ্ছে!


শুক্রবার খেরসন থেকে বাহিনী প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিল রাশিয়া। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্‌স্কির বাহিনীর গেরিলা আক্রমণের মুখে পিছু হঠতে বাধ্য হয় রুশ সেনা। যুদ্ধ শুরু হওয়ার পর এত বড় ধাক্কা রাশিয়া এক আগে খায়নি বলেই মনে করা হচ্ছে। খুব স্বাভাবিক ভাবেই ইউক্রেনের সেনাবাহিনী নতুন করে দখল নেওয়ার পর ১০ মাস ধরে রুশ সেনাবাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া খেরসনবাসীদের শুক্রবার শহরের রাস্তায় নেমে উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)