নিজস্ব প্রতিবেদন: বাস স্টপে ৫০ পাতার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নথি পড়ে! ঘটনাটি ঘটেছে ব্রিটেনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Britain-এর Defence Ministry-র ৫০ পাতার Classified documents পাওয়া গেল রাস্তা থেকে। Black Sea-তে ব্রিটিশ যুদ্ধজাহাজ সংক্রান্ত তথ্য এবং তার প্রতিক্রিয়ায় Russia-র ভাবগতিকের এক বিবরণ সেখানে লিপিবদ্ধ। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এটি পাওয়া গিয়েছে দক্ষিণ ইংল্যান্ডের কেন্টের এক বাস স্টপে। 


আরও পড়ুন: দু'বছর আগে নয়, ২০ হাজার বছর আগেই এসেছিল করোনা! কী বলছে নতুন গবেষণা?


Ministry of Defence জানিয়েছে, গত সপ্তাহেই জানা গিয়েছিল যে স্পর্শকাতর তথ্যসংবলিত প্রতিরক্ষানথি রাস্তা থেকে পাওয়া গিয়েছে। এর তদন্তও হবে। উচ্চ পর্যায়ের এক গোয়েন্দা দল এর তদন্ত করবে। 


Labour Party-র তরফে বলা হয়েছে, মন্ত্রকের গুরুত্বপূর্ণ নথি এভাবে রাস্তা থেকে পাওয়াটা খুবই লজ্জার এবং দুশ্চিন্তারও। লেবার পার্টির Defence Policy Chief John Healey দাবি করেছেন, এই পরিস্থিতিতে সরকারের জানিয়ে দেওয়া উচিত যে, এর ফলে দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনও টোল পড়েনি। এবং পাশাপাশি নিশ্চিত করা উচিত যাতে এমন ঘটনা আগামি দিনে না ঘটে!


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Josef Aschbacher: মহাকাশে কোনও প্রতিবন্ধকতা নেই, মহাকাশ সকলের