Josef Aschbacher: মহাকাশে কোনও প্রতিবন্ধকতা নেই, মহাকাশ সকলের
আগামি দশকে অন্তত ১ জন Disabled Astronaut মহাকাশে পাঠাতে চাইছে European Space Agency।
নিজস্ব প্রতিবেদন: পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে। এতদিন এই কথাটিই প্রবাদে পরিণত হয়েছিল। কিন্তু এবার বোধ হয় সেটা বদলাবার সময় এল। কেননা এবার ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তিও পাড়ি দেবেন মহাকাশে।
European Space Agency আগামি দিনে শারীরিক ভাবে বিশেষ সক্ষম কাউকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। বিশ্বে যা প্রথম বার ঘটতে চলেছে।
আরও পড়ুন: Dragon Man: প্রায় দেড় লক্ষ বছরের পুরনো করোটি খুলে দিচ্ছে Homo sapiens নিয়ে গবেষণার নতুন দরজা
আগামী দশকে মহাকাশচারী (astronaut) হওয়ার জন্য ইউরোপের ২৫টি দেশ থেকে আবেদন চেয়ে বিপুল সাড়া পেয়েছে European Space Agency। আবেদন এসেছে ২২ হাজার। তার মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা (physically disabled) রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ২০০! তা দেখে বিহ্বল European Space Agency-র প্রধান Josef Aschbacher। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন মহাকাশে যাওয়ার স্বপ্ন কারও একচেটিয়া হতে পারে না। 'মহাকাশ প্রত্যেকের'।
ছেলেবেলায় অস্ট্রিয়ায় পাহাড়ি খামারে বসে রাতের আকাশে তারা দেখা ছিল তাঁর নেশা। বহু মানুষই যে সেই টান অনুভব করেন, সেটা নিজেকে দিয়েই অনুভব করেন অ্যাশবাকার। জানেন, শুধু শারীরিক ভাবে সুস্থ-সক্ষমরাই নন, শারীরিক প্রতিবন্ধীও মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। অ্যাশবাকার বিশেষ করে খুশি এই কারণে যে, সেই স্বপ্ন সত্যি হওয়ার দরজা অচিরেই তাঁরা খুলে দিতে চলেছেন ইচ্ছুকের সামনে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: দু'বছর আগে নয়, ২০ হাজার বছর আগেই এসেছিল করোনা! কী বলছে নতুন গবেষণা?