কন্যার জন্ম দিয়ে সাড়া জাগালেন রাণীর দেশের প্রথম রূপান্তরিত পিতা
রাণীর দেশে রূপান্তরিত হয়ে ছিলেন আগেই। এবার ব্রিটেনের হেডেন ক্রস একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। জন্মসূত্রে স্ত্রী লিঙ্গের হেডেন, হরমোন চিকিত্সার মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছিলেন। তিন বছর পুরুষ হিসাবে কাটিয়েছেনও। তারপর এক শুক্রাণুদাতার `ঔরষে` গর্ভধারণ করেন হেডেন এবং সম্প্রতি ভূমিষ্ঠ হয়েছে তাঁর সন্তান। বিষয়টি নিয়ে ইংল্যাণ্ডে বেশ হৈচৈ চলছে তার কারণ, হেডেন ক্রসই হলেন ইংল্যাণ্ডের প্রথম রূপান্তরিত পুরুষ যিনি সন্তানের জন্ম দিলেন। প্রসঙ্গত, বর্তমান বছরের গোড়ার দিকে `স্পার্ম ডোনারে`র মাধ্যমে তাঁর গর্ভধারণের খবরে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছিলেন ২১ বছরের এই হেডেন। এবার সেই তিনিই গ্লসেস্টারশায়ারের `রয়্যাল হসপিটালে` জন্ম দিলেন শিশু কন্যার। (আরও পড়ুন- ১৩৭ বছরে প্রথমবার কন্যাসন্তান জন্ম নিল)
ওয়েব ডেস্ক: রাণীর দেশে রূপান্তরিত হয়ে ছিলেন আগেই। এবার ব্রিটেনের হেডেন ক্রস একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। জন্মসূত্রে স্ত্রী লিঙ্গের হেডেন, হরমোন চিকিত্সার মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছিলেন। তিন বছর পুরুষ হিসাবে কাটিয়েছেনও। তারপর এক শুক্রাণুদাতার 'ঔরষে' গর্ভধারণ করেন হেডেন এবং সম্প্রতি ভূমিষ্ঠ হয়েছে তাঁর সন্তান। বিষয়টি নিয়ে ইংল্যাণ্ডে বেশ হৈচৈ চলছে তার কারণ, হেডেন ক্রসই হলেন ইংল্যাণ্ডের প্রথম রূপান্তরিত পুরুষ যিনি সন্তানের জন্ম দিলেন। প্রসঙ্গত, বর্তমান বছরের গোড়ার দিকে 'স্পার্ম ডোনারে'র মাধ্যমে তাঁর গর্ভধারণের খবরে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছিলেন ২১ বছরের এই হেডেন। এবার সেই তিনিই গ্লসেস্টারশায়ারের 'রয়্যাল হসপিটালে' জন্ম দিলেন শিশু কন্যার। (আরও পড়ুন- ১৩৭ বছরে প্রথমবার কন্যাসন্তান জন্ম নিল)