বিশ্ব জুড়ে বহিষ্কৃত রুশ কূটনীতিকরা, কোণঠাসা ক্রেমলিন
ক্রেমলিনের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়েছে স্পেন, ইউক্রেন, কানাডা, অস্ট্রেলিয়ার মতো একাধিক দেশ। বিট্রেনের পাশে দাঁড়িয়ে ৬০জন রুশ কূটনীতিককে আগেই বহিষ্কার করে ট্রাম্প সরকার।
নিজস্ব প্রতিবেদন: মার্কিন মুলুকের পর এবার গোটা বিশ্বে একঘরে পুতিন। স্ক্রিপালকাণ্ডে ব্রিটেনকে নজিরবিহীন সমর্থন ইউরোপের ২২টি দেশের। জার্মানি, ফ্রান্স, পোলান্ড-সহ ২২টি দেশ রাতারাতি শতাধিক রুশ কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল।
ক্রেমলিনের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়েছে স্পেন, ইউক্রেন, কানাডা, অস্ট্রেলিয়ার মতো একাধিক দেশ। বিট্রেনের পাশে দাঁড়িয়ে ৬০জন রুশ কূটনীতিককে আগেই বহিষ্কার করে ট্রাম্প সরকার। রাশিয়ায় ব্রিটেনের হয়ে কাজ করা প্রাক্তন চর সেরগেই স্ক্রিপাল ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দিয়ে মারার চক্রান্তের পিছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি ব্রিটিশ সরকারের। সেই দাবিকে সমর্থন করে এই সমবেত যুদ্ধঘোষণা।
আরও পড়ুন- সিয়াটেলে কনসুলেট বন্ধ করে ৬০ রুশ কূটনীতিককে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন
তবে এই অসম্মান হজম করবে না রাশিয়া। গণবহিষ্কারের যোগ্য জবাব দেবে মস্কো, পাল্টা হুঁশিয়ারি ক্রেমলিনের।