`ডোক লায় ভারত প্রাপ্তবয়স্ক, চিন কিশোর,` মত মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞের
ওয়েব ডেস্ক: ভারত প্রাপ্তবয়স্কের মতো আচরণ করছে। চিন মেজাজ হারানো কিশোরের মতো ব্যবহার করছে। ডোক লা ইস্যুতে এমনটাই পর্যবেক্ষণ শীর্ষ মার্কিন প্রতিরক্ষা আধিকারিক। ডোক লা নিয়ে গত পঞ্চাশ দিন ধরে ভারত ও চিনের বিবাদ চলছে। ভারতের ভূমিকার প্রশংসা করে US Naval War College-এর অধ্যাপক জেমস আর হোলসের মতে,"নয়াদিল্লি এখনও পর্যন্ত যে পদক্ষেপ করেছে, তা একদম সঠিক। ভারত বিবাদ থেকে সরে আসেনি। চিনের কোনও রকম উস্কানিতে পা দেয়নি দিল্লি। এই বিষয়ে ভারত প্রাপ্তবয়স্কের মতো আচরণ করছে। কিন্তু কিশোরের মতো মেজাজ দেখাচ্ছে চিন।"
তিনি আরও বলেন,"শক্তিশালী পড়শির (পড়ুন ভারত) সঙ্গে চিন সীমান্তের বিবাদ জিইয়ে রাখতে চাইছে। তারা জলের নিরাপত্তা বাড়াচ্ছে। তাদের আগে সীমান্তের নিরাপত্তার দিকে নজর দিতে হবে।হোমস মনে করেন, হিমালয়ে চিনের চেয়ে ভারত ভৌগলিক সুবিধা বেশি পাবে।"
কেন এই বিবাদ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব?
হোমসের ব্যাখ্যা, হিমালয়ের পার্বত্য এলাকার সমস্যায় আমেরিকা নাক গলাক, হতে পারে তা চান না নরেন্দ্রে মোদী ও তাঁর পরামর্শদাতা। তবে বিবাদ আরও বাড়লে ভারতের সমর্থনে এগিয়ে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন-আলোচনার মাধ্যমেই ভারত-চিন সমস্যা মেটাতে হবে : পেন্টাগন