নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার সদস্যরাও। পাক নির্বাচন কমিশনের নাকের ডগাতেই এজিনিস হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে উদ্বেগ প্রকাশ করল মার্কিন ‌যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন-দলবদলকারীদের উদ্দেশে 'ক্যারট অ্যান্ড কেন' কটাক্ষ অধীরের
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা বয়েছে, ‘বহুবার লস্করকে নিয়ে তার উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি লস্করের লোকজন ‌যে পাক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তা নিয়েও উদ্বেগ জানিয়েছে। গোটা বিষয়টি উদ্বেগের।’
আরও পড়ুন-অনাস্থাকে ফুত্কারে উড়িয়ে রাহুলকে কটাক্ষে বিঁধলেন প্রত্যয়ী মোদী
লস্কর-কে নিয়ে উদ্বেগের পাশাপাশি হাফিজ সইদের শাখা সংগঠন মিল্লি মুসলিম লিগকে নিষিদ্ধ করার জন্য পাক নির্বাচন কমিশনকেও সাধুবাদ জানিয়েছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। গত জুন মাসে ওই সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান প্রশাসন। উল্লেখ্য, লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করার পরই মিল্লি মুসলিম লিগ নামে একটি সংগঠন খুলে ফেলে লস্কর। তারা ভোটে লড়ার ঘোষণাও করে দেয়। তাতেই চাপে পড়ে ‌যায় পাক সরকার।