নিজস্ব প্রতিবেদন: নোবেলে নজর নেই ট্রাম্পের। এখন তিনি শুধুই ‘বিশ্বের শান্তি’ কামনা করেন। সাংবাদিকের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, “আমি একটাই পুরস্কারই চাই, তা হল বিশ্ব শান্তি”। ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারে সম্মানিত করার অন্যতম দাবিদার ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। সম্প্রতিক কালে ঘটা দুই কোরিয়ার বৈঠককে ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর দুই কোরিয়ার এই ‘মিলনে’র ‘মূল কারিগর’ ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি মুনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ১২ জুন কিমের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক, জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প


প্রসঙ্গত, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সদর্থক বৈঠকের জন্য মুনের প্রশংসা করেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের স্ত্রীও। তিনি জানান, মুনের এ হেন কাজে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। কিন্তু মুন জানিয়েছিলেন, কিমের পরমাণু নিরস্ত্রীকরণের সিদ্ধান্তের পিছনে  প্রত্যক্ষ সহযোগিতা ছিল ট্রাম্পের। যদি কেউ নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হন, তিনি ডোনাল্ড ট্রাম্পই।


আরও পড়ুন- ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র


নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্পের মন্তব্য, “আমি কী করতে চাই তা আপনারা জানেন। বিশ্বজুড়ে অশান্তি সমূলে উত্খাত করাই আঅমার একমাত্র লক্ষ্য। তাই শান্তিই  একমাত্র আমার পুরস্কার।” দক্ষিণ কোরিয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিমের বৈঠকে হতে চলেছে ২১ জুন। পরমাণু নিরস্ত্রীকরণ এবং শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্র নেতার এই বৈঠক যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা নিয়ে একমত কূটনৈতিক মহল। 


আরও পড়ুন- চতুর্থবার রাশিয়ার সিংহাসনে বসতে শপথ নিলেন পুতিন