নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নীরজ আতানি। ২৯ বছরের রিপাবলিকান এই প্রার্থী নির্বাচিত হয়ে যাচ্ছেন ওহায়ো সেনেটে। ২০১৪ সালে মাত্র ২৩ বছর বয়সেই ওহায়ো-র হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন নীরজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শুরু হয়েছে ব্যারাজের ক্ষতিগ্রস্ত লকগেট সারাইয়ের কাজ, টানা চারদিন জল নেই দুর্গাপুরে


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলের পাল্লা এখনও জো বাইডেনের দিকে ঝুঁকে থাকলেও ডেমোক্রাট প্রার্থী মার্ক ফোগেলকে হারিয়ে ওহায়োর সেনেটর পদে নির্বাচিত হলেন নীরজ। শপথ নিলে তিনিই হবে ওহায়োর প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেনেটর।


নির্বাচনে জয় নিয়ে সংবাদমাধ্যমে আতানি বলেন, যেখানে জন্মেছি সেখানকার মানুষের সমর্থন পেয়ে আমি আপ্লুত। আমার দাদু-দিদার জীবনের বেশিরভাগ সময়টা কেটেছিল ব্রিটিশ ভারতে। সেরকম এক পরিবার থেকে উঠে এসে সেনেটর নির্বাচিত হয়েছি। এই সম্মান দেওয়ার জন্য আমি আমার ভোটদাতাদের কাছে কৃতজ্ঞ।


আরও পড়ুন-ট্রাম্প-বাইডেনের ভাগ্য গড়ে দিতে পারে এই ১৩ রাজ্য, জেনে নিন কে কোথায় এগিয়ে  


উল্লেখ্য, আতানির বাবা-মা মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন ১৯৮৭ সালে। তাঁরা প্রথমে এসে ওঠেন ওয়াশিংটনের এক শহরতলিতে। পরে তাঁরা চলে যান মিয়ামিতে। নীরজ বলেন, সেনেটর হিসেবে ওহায়োর মানুষের 'আমেরিকান ড্রিম'-এর জন্য যতটা পারা যায় পরিশ্রম করব।