নিজস্ব প্রতিবেদন: হোয়াইট হাউসের দৌড়ে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্য়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২২১ ইলেক্টোরাল ভোট ও রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট হাওয়ার লড়াইয়ে জিততে গেলে প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চোখে ধুলো দিয়ে এবার মসজিদে ঢুকে হনুমান চালিশা পাঠ , ধর্মীয় উত্তজনা চরমে



এদিকে, এর মধ্যেই হোয়াইট হাউস থেকে আজব ঘোষণা করলেন ট্রাম্প। তাঁর দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গিয়েছে রিপাবলিকানরা। ঘোষণা এখনও শুধু সময়ের অপেক্ষা। তবে যে ভাবে গণনা শেষ হওয়া আগেই জয় পরাজয় ঘোষণা করা হচ্ছে তা দেশের আইনের বিরোধী। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। প্রয়োজনে গণনা থামিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন-থার্ড ওয়েভের লাল সংকেত! ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পার করল ৬০০০


ট্রাম্প বলেন, আমরা বহু প্রদেশে জিততে চলেছি।  সেসব শুধু ঘোষণা বাকী। এরই মধ্যে ডেমোক্রাটরা ঘোষণা করছে তারা বিভিন্ন জায়গায় জিতেছে। এটা একেবারেই জালিয়াতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদের ঠকাচ্ছে ডেমোক্রাটরা। হঠাত্ করেই কিছু ব্যালট এসে যাচ্ছে আরও ওরা জিতে যাচ্ছে। এতো কোটি কোটি মার্কিনিদের লজ্জা!আমরা এটা হতে হব না। তাই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।