নিজস্ব প্রতিবেদন: শুক্রবার আরও একবার ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাটেল গ্রাউন্ড জর্জিয়ায় হারলেন মার্কিন প্রেসিডেন্ড। তার পরই হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তারাপীঠে সেজে উঠেছে বিগ্রহ, পঞ্চ ব্যঞ্জনে ভোগ নিবেদন তারামাকে


জর্জিয়ায় জে বাইডেনের জেতার ব্যাপারে আগাম ভবিষ্যতবাণী করেছিল এডিসন রিসার্চ। তাদের দাবি, নর্থ ক্যারোলিনার গণনা ট্রাম্পের দিকে যেতে পারে। শেষপর্যন্ত ৩০৬ ইলেক্টোরাল ভোট যেতে পারে বাইডেনের দিকে ও শেষপর্যন্ত ২৩২ ভোট পেতে পারেন ট্রাম্প।


শুক্রবার ট্রাম্প জানান, এপ্রিল মাসে বাজারে আসতে পারে করোনা ভাইরাসের টিকা। ওই ঘোষণার সময়েই তিনি ইঙ্গিত দেন, জানুয়ারিতেই তিনি হোয়াইট হাউস ছেড়ে যেতে পারেন। তবে 'তা সময়ই বলবে'।


বাইডেনের  কাছে হারের পর এই প্রথম সাংবাদিকদের সামনে এলেন ট্রাম্প। এদিন তিনি বলেন, 'প্রশাসনের কাজ থেমে থাকবে না। দেশকে করোনাভাইরাস লকডাউনে ফেলে দেব না। জানি না অন্য কোনও প্রশাসন দায়িত্ব নিলে তা করবে কিনা। সময়ই তা বলবে।'


আরও পড়ুন-পাকিস্তান যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে, উরিতে পাক হামলা নিয়ে সরব অধীর


ভোটে বাইডেনের বিপুল জয়ের পর গণনায় জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। এনিয়ে তিনি আদালতেও গিয়েছিলেন। কিন্তু অধিকাংশ অভিযোগ নাকচ করে দিয়েছে আদালত। বর্তমানে, ট্রাম্পের থেকে ৫৩ লাখ ভোটে এগিয়ে বাইডেন। মোট ৫০.৮ শতাংশ পপুলার ভোট পেয়েছেন বাইডেন। সেই জায়গায় পৌঁছানোর রাস্তা ট্রাম্পের সামনে এখন আর খোলা নেই। বাইডেনকে পেরিয়ে যেতে গেল কমপক্ষে তিনটি স্টেটে তাকে হারাতে হবে ট্রাম্পকে।