নিজস্ব প্রতিবেদন : ভারত-সহ বিভিন্ন দেশগুলি কত টাকা শুল্ক নেয় মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি থেকে? এবার সেই নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বড় প্রযুক্তি সংস্থারই উত্পাদন ও ব্যবসার একটি বড় শাখা ছড়িয়ে ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলিতে। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, তুরস্ক, ভারতে উত্পাদন ও ব্যবসায় নিয়োজিত মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি থেকে কি হারে কর নেওয়া হয়েছে বিগত কয়েক বছরে, সে বিষয়ে এবার নজরদারি ও তদন্ত করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়, "বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের সংস্থাগুলির উপর অনৈতিকভাবে করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট।" তবে শুধু তদন্ত নয়। এর পরে করা হবে প্রয়োজনীয় পদক্ষেপও। ইউএসটিআর-এর তরফে জানানো হয়, "তদন্তের পর প্রয়োজনে আমাদের দেশের সংস্থাগুলির বাণিজ্য রক্ষা করতে কড়া পদক্ষেপ করা হবে।"


আরও পড়ুন- মঙ্গলবার হঠাত্ ফোন, কী নিয়ে আলোচনা মোদী-ট্রাম্পের?


এর আগে ফ্রান্সে মার্কিন সংস্থাগুলির উপর ডিজিটাল সার্ভিস ট্যাক্স-এ বেনিয়মের দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রান্সের রপ্তানি করা দ্রব্য, যেমন চিজ ও শ্যাম্পেনের উপর পাল্টা ১০০ শতাংশ কর চাপানোর হুমকি দেয় ওয়াশিংটন। সুতরাং, এই তদন্তের উপর আগামিদিনে বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক যে ওতপ্রোতভাবে জড়িয়ে তা বলাই বাহুল্য।