ওয়েব ডেস্ক:  কানাডার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র, দেশের ৯৬টি গুরুদ্বারে ঢুকতে দেওয়া হবে না ভারতীয় আধিকারিকদের। এমনই সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্রের ২টি শিখ সংগঠন।
শিখ কোঅর্ডিনেশন কমিটি ইস্ট কোস্ট ও গুরদোয়ারা প্রবন্ধক কমিটি ঘোষণা করেছে, কোনও ভারতীয় আধিকারিককে ‘নগর কীর্তন’-এ যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না। মার্কিন মুলুকে এই দু'টিই শিখদের সব থেকে বড় সংগঠন। 
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, ভারতীয় আধিকারিক বা ভারতের স্বার্থে কাজ করেন এমন কোনও ব্যক্তিকে ওইসব গুরুদ্বারের কোনও ধর্মীয় অনুষ্ঠানে প্রবেশাধিকার দেওয়া হবে না। কারণ ১৯৮৪ সালে স্বর্ণমন্দিরে সেনা অভিযানের প্রতিবাদে এই সিদ্ধান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ৯৬টি গুরুদ্বারে প্রবেশাধিকার পাবেন না ভারতীয় আধিকারিকরা।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সাতসকালে শুটআউট! কড়েয়ায় মৃত যুবক


উল্লেখ্য, এর আগে কানাডার ১৪টি গুরুদ্বারে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে সেদেশের গুরুদ্বারগুলিতে ব্যক্তিগতভাবে প্রবেশের অনুমতি রয়েছে ভারতীয় আধিকারিকদের। ব্রিটেনের বেশ কয়েকটি শিখ গোষ্ঠীও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করেছে।
মর্কিন মুলুকের শিখ সংগঠনগুলির সিদ্ধন্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে শিরোমণি অকালি দল। দলের প্রধান সুখবীর সিং বাদল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গুরু ঘর’ সবার জন্যই খোলা থাকা উচিত। এক্ষেত্রে কেউ কাউকে বাধা দিতে পারে না। এই ধরনের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক