নিজস্ব প্রতিবেদন: এনডিএ সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর খারাপ খবর। বাণিজ্যে ভারতকে দেওয়া বিশেষ একটি সুবিধা বন্ধ করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ৫ জুন শেষ হচ্ছে ভারতকে দেওয়া বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা। একে বলা হচ্ছে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স বা জিএসপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ডিউটিতে ঢোকা-বেরনোয় লাগাম টানতেই অগ্নিগর্ভ দুর্গাপুর ইস্পাত কারখানা


শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ভারত তার বাজার সহজ শর্তের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুলে দেবে এমন কোনও নিশ্চয়তা দেয়নি।



উল্লেখ্য, ভারত হল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাণিজ্যে সুবিধেপ্রাপ্ত দেশগুলির মধ্যে একটি। এই সুবিধে পাওয়ার ফলে ভারত সাড়ে পাঁচ বিলিয়ন ডলার মূল্যের পণ্য সে দেশে আমদানি করতে পেরেছিল। ৫ জুন থেকে সেই সুযোগ আর থাকবে না।


আরও পড়ুন-কংগ্রেসের সংসদীয় দলনেতা নির্বাচিত হলেন সনিয়াই


এদিকে, এনিয়ে কড়া অবস্থান নিয়েছে ভারতও। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ২০টি পণ্যের ওপরে শুল্ক অনেকটাই বাড়িয়ে দেবে। এদিকে, ভারতের ওপর থেকে ওই সুবিধে তুলে নেওয়া যাতে না হয় তার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে আবেদন করেছেন ২০ মার্কিন সাংসদ।