ওয়েব ডেস্ক : উরিতে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পে হামলার পরই পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি সার্জিক্যাল স্ট্রাইকের ভাবনা তৈরি করেছিল ভারত। তবে, এই স্ট্রাইকের পর থেকেই নানা রকমভাবে সেটাকে ব্যাখ্যা করছে পাকিস্তান। কখনও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দাবি ভারতের হামলায় মৃত্যু হয়েছে দুই পাক সেনার, আবার কখনও সেদেশের গোয়েন্দাদের অন্য বক্তব্যকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও প়ড়ুন- কাশ্মীরে ফের জঙ্গি হামলা, পাকিস্তানি যোগ দেখছে ভারত


এদিকে, এই আক্রমণের পর থেকেই পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে চলেছে, গোলাগুলি চলার সময় সেখানে ৮ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের খবর সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কার্যত ভাইরাল। সেই ভিডিও ফুটেজটি সামনে এনেই পাকিস্তানের দাবি ভারতের ৮ জওয়ানকে মারা হয়েছে এভাবেই। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।


তবে পাকিস্তানের সেই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এদেশের এক জওয়ান ভুল করে পাক সীমান্তে ঢুকে পড়ায় পাকিস্তান তাকে আটক করেছে। বর্তমানে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাই করা হচ্ছে। দেখুন সেই ভিডিওটি..